বাংলা দিয়ে শেষ হলো এসএসসির প্রথম পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক:

বাংলা প্রথম পত্রের মাধ্যদিয়ে শুরু হলো এসএসসি পরীক্ষা। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে আজ সোমবার সকাল ১০টা থেকে শন্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু হয়। বেলা ১২টা পর্যন্ত শিক্ষাবোর্ডটির কোনো পরীক্ষা কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোহা: মোকবুল হোসেন বলেন, শন্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন, তাদের শিক্ষার্থীরা জানিয়েছে প্রশ্নপত্র ভালো হয়েছে। শিক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দিচ্ছেন।

তিনি রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ ও হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। 

পরীক্ষা কেন্দ্রের বাইরে সালমা নামের এক শিক্ষার্থী মা জানায়, প্রস্তুতি ভালো ছিলে। পরীক্ষা শেষে বোঝা যাবে প্রশ্নপত্র কেমন হয়েছিল। সবমিলে আসা করছে ছেলে ভালো পরীক্ষা হবে।

প্রসঙ্গত, রাজশাহী শিক্ষাবোর্ডে অধীনে অনুষ্ঠিত এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২ লাখ ১ হাজার ৮৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৪ হাজার ৪২৩ জন। আর ছাত্রী ৯৬ হাজার ৬৬৩ জন।

 

স/আ