বাঁশখালীর ব্র্যাককর্মী গণধর্ষণ: তিন আসামির মৃত্যুদণ্ড কমে যাবজ্জীবন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চট্টগ্রামের বাঁশখালীতে ব্র্যাকের এক স্বাস্থ্য সেবিকাকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। ওই তিন আসামি হলো মো. শফি আলম, মো. কালু ও আবুল হোসেন।
এদের মধ্যে মো. কালু পলাতক।

বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ রায় দেন। আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল কাদের ভুঁইয়া ও মমতাজ বেগম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ, সহকারী অ্যাটর্নি জেনারেল মিয়া মো. শামীম আহসান ও নির্মল কুমার দাস।

ব্র্যাকের ওই স্বাস্থ্য সেবিকা ২০০৫ সালের ১২ জুন গণধর্ষণের শিকার হন। এ ঘটনায় ওই বছর ১৪ জুন তিনজনের বিরুদ্ধে মামলা করেন তিনি। মামলায় ২০১৫ সালের ৫ জানুয়ারি চট্টগ্রামের নারী শিশু নিযার্তন দমন ট্রাইব্যুনাল-১ তিনজনকে মৃত্যুদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে দুই আসামি হাইকোর্টে আপিল করেন। পাশাপাশি নিম্ন আদালত থেকে তাদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স পাঠানো হয়।
এই আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে গতকাল রায় দিলেন হাইকোর্ট।

সূত্: কালের কণ্ঠ