”বসন্তের ফুল” – জে জে জাহিদ হাসান

সিল্কসিটিনিউজ সাহিত্য ডেস্ক:
চন্দ্রের প্রাণে চাহিয়া আমি মুগ্ধ হইয়াছি, নিজেকে করিয়াছি বিলাস
বসন্তে আমি মুগ্ধ হইয়াছি নিতে ফুলের সুভাস,
চন্দ্র মোরে কথা দিয়াছে সে থাকিবে গগনের প্রাণে,
বসন্ত মোরে কথা দিয়াছে সে মোর নয়ন সজ্জিত করিবে পুষ্পিত কাননে
তারা মোরে কথা দিয়াছে সজ্জিত করবে নীল আকাশ
বসন্তে মোরে কথা দিয়াছে ঘ্রাণে সুমধুর করিবে বাতাস
ময়ূর মোরে বলিয়া রাখিয়াছে মিলবে সেদিন ডানা
কোকিল আমায় কথা দিয়াছে সেদিন সবই বলবি যা ছিল অজানা
আমি তাহাগিকে কথা দিয়াছে সেদিন লিখিবো কবিতার চরণ
হে বসন্ত তুমি শতবার এই বাংলায় আমায় করিও বরণ।
লেখকঃ জে জে জাহিদ হাসান
শহীদ এ এইচ এমকামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ, রাজশাহী।
স/স্ব