বর্ষায় রঙ বাংলাদেশ

সিল্কসিটিনিজ বিনোদন ডেস্ক : বর্ষার কথা আসলে কাজী নজরুল ইসলামের ঐ গানটা মনে আসে। রিম ঝিম রিম ঝিম/ ঘন দিয়া বরষে। আমরা ছোটবেলায় বর্ষাকাল পড়েছি আষাঢ় আর শ্রাবণ। আষাঢ় আর শ্রাবণে টানা বৃষ্টি, দুতিন দিন ধরে বৃষ্টি হতো।

অথচ এখন আর সেদিন নেই। আষাঢ় গিয়ে এখন শ্রাবণ। অথচ সেই মুষলধারে বৃষ্টি কই। কয়েকদিন কাঠ ফাটা রোদের পর হঠাৎ নিম্নচাপ আর তাতে বৃষ্টি। এটাই নিয়মে দাঁড়িয়ে গেছে।প্রকৃতির এই পরিবর্তনের সঙ্গে বদলে যাচ্ছে আমাদের পরিধানের প্যাটার্নও। ফ্যাশন হাউজ ‘রঙ বাংলাদেশ’ সেজন্যই এই বর্ষায় পোশাকের কালেকশন সাজিয়ে সার্বিক বিষয় মাথায় রেখেই।

বিশেষত এই সময়ের ভ্যাপসা গরম, নাভিশ্বাস ওঠা আদ্রতা আর বৃষ্টি এই তিনটি বিষয় রঙ বাংলাদেশ-এর বর্ষা কালেকশনে বিশেষ গুরুত্ব পেয়েছে। যাতে পোশাক হয় এই সময়ের উপযোগী আর আরামদায়ক।

রঙ বাংলাদেশ-এর বর্ষা পোশাকের এই কালেকশনে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, সিঙ্গল কামিজ, টি-শার্ট, কুর্তা আর বাচ্চাদের পোশাকে।

 

বেশিরভাগ পোশাকই সুতির। সঙ্গে আছে সিল্ক আর অ্যান্ডি। তবে সুতিই প্রধান এবং সিংহভাগ। বর্ষাকে গুরুত্ব দিয়েই এই কালেকশন করা হয়েছে তিনটি রঙে। বিশেষত নীল আর ফিরোজা। এর সঙ্গে আছে সাদা। যা সময়েরই কাঙ্ক্ষিত রঙ।

 

সূত্র: রাইজিংবিডি