বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেল্থ বিভাগের ওরিয়েনটেশন

নিজস্ব প্রতিবেদক:
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেল্থ বিভাগের ফল- ২০১৬ সেমিস্টারের ওরিয়েনটেশন গত শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনে অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম.ওসমান গনি তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী।

এসময় আরো উপস্থিত ছিলেন, সমাজ বিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, ডা. চিন্ময় কান্তি দাস এবং ডা. ইন্তেখাব-উল-আলমসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পাবলিক হেল্থ বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ডা.মোঃ জাওয়াদুল হক।

প্রধান অতিথি প্রত্যাশা করেন যে, দেশের সবার জন্য বিশ্বমানের সেবা নিশ্চিত করতে সহায়তা করবে এই প্রয়াস। এখানে মানসম্মত শিক্ষা গ্রহণের পর আপনারা ভবিষ্যতে ভালো কোন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেলে আপনাদের মাধ্যমে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল হবে।

স/আ