বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নওগাঁ, পঞ্চগড়, যশোর এবং চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ শুক্রবার আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন। তিনি জানান, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। নেওয়াজ কবির আরো জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে আর এর বর্ধিতাংশ উত্তরে বিস্তৃত। পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

সূত্র: কালের কণ্ঠ