বন্ধের পর আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যান্ত্রিক ক্রটির কারণে দীর্ঘ ২৩ দিন বন্ধের পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে কারখানার ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।

গত ১৫ জানুয়ারি কারখানার বয়লারে ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন বন্ধ থাকায় কারখানায় প্রতিদিন ১ হাজার ৩০০ টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়ে ছিল।

উৎপাদন বন্ধের পর স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শেষ করে উৎপাদনে শুরু চেষ্টা করলে ৩০ জানুয়ারি কারখানার সিনথেসিস গ্যাস টারবানে তৈল লিকেজ হয়ে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর ফলে পুনরায় মেরামত শেষে বৃহস্পতিবার সকালে কারখানার উৎপাদন শুরু করতে সক্ষম হয়।

চলতি বছরে ১ লাখ টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বিসিআইসি কর্তৃপক্ষ।

কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) এটিএম বাক্কী জানান, কারখানার উৎপাদন বন্ধ থাকলেও পর্যাপ্ত পরিমাণে সার মজুদ থাকায় কমান্ড এরিয়াভুক্ত জেলায় সার সরবরাহে কোনো সংকট হয়নি।