বঙ্গমাতার অনুপ্রেরণার কারণেই বাংলাদেশ আজ স্বাধীন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ। সভায় সভাপতিত্ব করেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান। অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া।

প্রধান অতিথির বক্তব্যে ড. আবদুস সোবহান গোলাপ বলেন, ‘মহিয়সী নারী বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী আজ। স্বাধীনতাবিরোধী চক্রের গুলিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বেগম ফজিলাতুন নেছা ৪৫ বছর বয়সে শহিদ হন। ৩৭ বছর সংসার জীবনে নিজের সুখ-শান্তি বিসর্জন দিয়ে বঙ্গবন্ধুর পাশে ছায়ার মত থেকেছেন। অনুপ্রেরণা ও সাহস দিয়ে বঙ্গবন্ধুর রাজনীতির দিকপাল হিসেবে কাজ করেছেন। এমনকি বঙ্গালি জাতির মুক্তির অন্যতম সহায়ক শক্তি হিসেবে কাজ করেছেন, তাই আজ বাংলাদেশ স্বাধীন। বিংশ শতাব্দির শ্রেষ্ঠ নারী হিসেবে বঙ্গমাতা বাঙ্গালি জাতির হৃদয়ে অধিষ্ঠিত থাকবেন।’

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আবুল বাশার, মুহাম্মদ আলম, গিয়াস খান, মো. ইউনুস, ডা. মমতাজ খানম, যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিউল আলম শফিক, দপ্তর সম্পাদক এম এইচ এনামুল হক রাজু, তথ্য ও গবেষণা সম্পাদক সাঈদ মজুমদার, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সাজেদুর রহমান খান কমল, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিখিল চন্দ্র দত্ত, যুব ও ক্রীড়া সম্পাদক সুকুমার বর্মন, সাংগঠনিক সম্পাদক এস এম মামুন সিদ্দিকী, রেজুয়ান আলী খান আর্নিক প্রমুখ।

 

সূত্রঃ কালের কণ্ঠ