বঙ্গবন্ধুর অসীম সাহসে স্বাধীনতা অর্জিত হয়েছে : স্বপন ভট্টাচার্য্য

বঙ্গবন্ধু আপোষহীন ও অসীম সাহসের অধিকারী ছিলেন বলেই বাঙালির আত্নপরিচয় ও স্বাধীনতা অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

আজ শনিবার যশোর জেলা শিল্পকলা একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘পুনশ্চ’ এর উদ‍‍্যোগে ‘লাল সবুজের নায়ক তুমি’ শীর্ষক অ্যালবামের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ও স্বার্থান্বেষী মহলের ঘৃণ্য ষড়যন্ত্রকে উপেক্ষা করে দেশের জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধু বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছিলেন। সকল ষড়যন্ত্র রাজনৈতিক প্রজ্ঞা আর দৃঢ়তা দিয়ে মোকাবিলা করেছেন তিনি। জাতির পিতার অর্থনৈতিক মুক্তির সেই স্বপ্নসাধ বাস্তবায়নে অবিরাম কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।’

এতে যশোর জেলা প্রশাসক  মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ‍্যে আরও বক্তব্য রাখেন  অধ‍্যাপক সুকুমার দাসসহ যশোর সাংস্কৃতিক অঙ্গনের ব‍্যক্তিবর্গ।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন