বগুড়ায় সকাল থেকে দুপুরের মধ্যে করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু

বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে সাবেক ব্যাংক কর্মকর্তাসহ চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে আটটা থেকে বেলা দেড়টার মধ্যে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে তাঁদের মৃত্যু হয়।

মারা যাওয়া তিনজনের মধ্যে একজন সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা (৬৮। শিবগঞ্জ পৌর শহরের এই বাসিন্দা জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। অপরজন বগুড়ার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক (৩৭। শ্বাসকষ্ট, জ্বরসহ বিভিন্ন সমস্যা ছিল তাঁর। মারা যাওয়া তৃতীয় জন হলেন নারী (৩৭)। তাঁরও করোনাভাইরাসের উপসর্গ ছিল।

এই তিনজনকে গত কয়েক দিনে এই হাসপাতালে আনা হয়। করোনার উপসর্গ থাকায় তাঁদের আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

ওই তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিক আমিন।

তিনি বলেন, এ পর্যন্ত কোভিড-১৯ পজিটিভ শনাক্ত সাতজনসহ আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় ২০ জনের মৃত্যু হয়েছে।

প্রথম আলো