বগুড়ায় লাখো মানুষ পানিবন্দি

সিল্কসিটিনিউজ ডেস্ক: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারি বর্ষণে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার  নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় এক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

শনিবার সকাল ৯টার দিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান জানান, যমুনার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায়  সারিয়াকান্দির কুতুবপুর ও কামালপুরের বাঁধের পূর্বাংশে পানি প্রবেশ করেছে। এ ছাড়া কনিবাড়ি ও বোহাইলের কিছু অংশে পানি প্রবেশ করায় প্রায় এক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। মানুষ বাঁধের উঁচু স্থানে আশ্রয় নিতে শুরু করেছেন। বাঁধের নিচু এলাকা থেকে বানভাসিদের সরিয়ে নেওয়া হচ্ছে।

জেলা শিক্ষা অফিসার গোপাল চন্দ্র জানান, সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেনি। ক্লাস স্বাভাবিকভাবে চলছে।

জেলা প্রশাসক নুরে আলম সিদ্দিকি জানান, বন্যাকবলিতদের ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে বিশুদ্ধ পানির জন্য বেশকিছু টিউবওয়েল স্থাপনের পাশাপাশি দুর্গতরা যতোদিন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় ফিরে না আসবে ততোদিন তাদের ত্রাণ সহায়তা দেওয়া হবে।

সূত্র: রাইজিংবিডি