বগুড়ায় বাঙালি নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় বাঙালি নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার বথুয়াবাড়ি এলাকায় বাঙালি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, শুক্রবার সকালে বথুয়াবাড়ি এলাকায় স্থানীয় বাসিন্দারা বাঙালি নদীর কচুরিপানার মধ্যে কালো রংয়ের বোরকা পরিহিত এক নারীর মরদেহ দেখতে পায়। খবর দিলে শেরপুর থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। ওই নারীর দুই পা রশি দিয়ে বাঁধা এবং গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ছিল। এছাড়া তার স্যান্ডেল ও ভ্যানিটি ব্যাগ এক হাতের সঙ্গে বাঁধা ছিল।

শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি উত্তরের কোনো জেলা থেকে ভেসে এসেছে। ৭ থেকে ১৪ দিন আগের ওই মরদেহে, পরনে কালো বোরখা এবং গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে।

তিনি আরও বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেইসঙ্গে নিহতের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।

বাংলানিউজ