বগুড়ায় নতুন করে শিশুসহ ৬১ জনের করোনা শনাক্ত, মোট ২৯৭৯

বগুড়ায় করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে যাওয়ার পথে। ২৪ ঘণ্টায় জেলার সরকারি-বেসরকারি দুটি মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবরেটরিতে নতুন করে ৬১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

এ নিয়ে আজ বুধবার বেলা ১১টা পর্যন্ত জেলায় করোনা শনাক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৭৯। জেলায় ২৪ ঘণ্টায় কোভিডে কোনো মৃত্যু নেই। সরকারি হিসাবে মোট মৃত্যুর সংখ্যা ৫২।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় করোনার সংক্রমণ থেকে সুস্থ হলেন ৬৬৯ জন। জেলায় ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৪৪ জনের। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে জেলায় এ পর্যন্ত ১৮ হাজার ৬৬৬টি। পরীক্ষার প্রতিবেদন মিলেছে ১৫ হাজার ৮৪৪ জনের। সংগৃহীত নমুনা সংরক্ষিত রয়েছে আরও ২ হাজার ৮২২টি।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ২৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে বগুড়ার ২৫৫টি নমুনা রয়েছে। বগুড়া জেলার করোনা ‘পজিটিভ’ শনাক্ত হয়েছেন ৬১ জন।

করোনায় রামেক হাসপাতালে মারা গেলেন পুলিশের এএসআই কালাম

আজ বেলা ১১টায় জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিদিনের অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মুখপাত্র ও ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান। ডেপুটি সিভিল সার্জন জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে বগুড়ার ১৭৮টি নমুনার মধ্যে ৩১ জনের নমুনা পজিটিভ শনাক্ত হয়।

এদিকে টিএমএসএস মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে ৯৪টি নমুনা পরীক্ষা হয়। তাতে বগুড়ার ৭৭টি নমুনার মধ্যে ৩০ জনের পজিটিভ শনাক্ত হয়। সরকারি-বেসরকারি দুই মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে ২৪ ঘণ্টায় ২৫৫টি নমুনা পরীক্ষায় জেলায় নতুন কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন ৬১ জন। এর মধ্যে ১৫ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় ২৪ ঘণ্টায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে জেলা শহরের সর্বোচ্চ ৩১ জন রয়েছেন। এ ছাড়া শাজাহানপুর উপজেলায় ৯, নন্দীগ্রাম উপজেলায় ৯, আদমদীঘিতে ৫, কাহালুতে ২, সোনাতলায় ২, ধুনট উপজেলায় ২ এবং সারিয়াকান্দি উপজেলায় ১ জন রয়েছেন।

ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান আরও বলেন, গতকাল মঙ্গলবার পর্যন্ত জেলায় সংক্রমিত ছিলেন ২ হাজার ৯১৮ জন। নতুন করে ৬১ জন শনাক্ত হওয়ায় এ পর্যন্ত জেলায় মোট সংক্রমিত হলেন ২ হাজার ৯৭৯ জন। এর মধ্যে ২ হাজার ৩৮ জন পুরুষ, ৭৮১ জন নারী এবং ১৬০ জন শিশু রয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বগুড়া শহরে সর্বোচ্চ ২ হাজার ৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। অন্য উপজেলার মধ্যে শাজাহানপুরে ১৫৮ জন, গাবতলীতে ১৬১, কাহালুতে ৭৭, শেরপুরে ১২৭, সারিয়াকান্দিতে ৭৩, সোনাতলায় ৬৯, শিবগঞ্জে ৭৫, আদমদীঘিতে ৩৪, দুপচাঁচিয়ায় ৫৮, নন্দীগ্রাম উপজেলায় ৩৭ ও ধুনটে ৬৫ জন রয়েছেন।

প্রথম আলো

আরো পড়ুন…

৭ চিকিৎসকসহ রাজশাহীতে একদিনে ৬৯ জনের করোনা শনাক্ত