বগুড়ায় নতুন করে আক্রান্ত ৩৫

বগুড়ায় রবিবার নতুন করে ৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়ছে। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন। বগুড়ায় মোট আক্রান্তের সংখ্যা ৩৫৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। মারা গেছেন একজন।

সূত্র জানায়, নতুন আক্রান্ত ৩৫ জনের মধ্যে পুরুষ ২৫জন, মহিলা নয়জন ও শিশু একজন। তাদের মধ্যে সদরের ১২জন, শেরপুরের সাতজন, গাবতলীর চারজন, ধুনটের তিনজন, সারিয়াকান্দির তিনজন, নন্দীগ্রামের তিনজন, দুপচাচিয়া, শাজাহানপুর ও শিবগঞ্জের একজন করে। সদরের মধ্যে চেলোপাড়ার পাঁচজন, মাটিডালীর দুজন, সেউজগাড়ী, জলেশ্বরীতলা ও রাজাবাজারে একজন করে আক্রান্ত রয়েছেন।

এদিন বগুড়ার শজিমেকের ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষার ফলাফলে বগুড়ার ৩৫ জনের পাশাপাশি জয়পুরহাটের দুজন ও  সিরাজগঞ্জের সাতজনের করোনা শনাক্ত হয়েছে। সূত্র: কালের কণ্ঠ