বগুড়ায় দই কারখানা থেকে কারিগরের লাশ উদ্ধার, আটক ৪

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে বিসমিল্লাহ্ হোটেলের দই কারখানা থেকে কারিগর জহুরুল ইসলাম শিমুলের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় বৃহস্পতিবার দুপুরে ওই হোটেলের ৪ কর্মচারিকে আটক করা হয়েছে।

নিহত শিমুল উপজেলার সান্তাহার পৌর এলাকার সাঁতাহার মহল্লার শাহজাহান আলীর ছেলে।

পুলিশ ও স্থানিয়রা জানান, উপজেলার সান্তাহার স্টেশন রোডে বিসমিল্লাহ্ হোটেলে কারিগর হিসেবে দই ও মিষ্টি তৈরির কাজ করেন শিমুল। প্রতিদিনের মতো বুধবার রাতে পৌরশহরের মালগুদাম এলাকায় ওই হোটেলের কারখানায় কাজ করতে যায়। পরের দিন বৃহস্পতিবার সকালে ওই হোটেল মালিক ইমরান শিমুলকে কয়েকবার ফোন করলে সে রিসিভ না করায় হোটেলের অন্য এক কর্মচারিকে সেখানে পাঠালে শিমুলের লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ খবর পেয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করে।

এসময় ওই হোটেলের নিমাই, সুব্রত, কাজল ও দেলোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান জানান, বেলা ১১ টায কারখানা থেকে নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় নিহতের বাবা শাহজাহান আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

স/অ