বগুড়ায় ইসলামী ব্যাংক মহাস্থান শাখার ১৫ কর্মকর্তা করোনায় আক্রান্ত

বগুড়ায় ইসলামী ব্যাংক মহাস্থান শাখার ১৫ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই শাখার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌলি মণ্ডল ও রায়নগর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি প্রমুখ উপস্থিত ছিলেন।

শাখা ব্যবস্থাপক আবদুল মাজেদ ফোনে জানান, ১৫ কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় উপজেলা প্রশাসন সোমবার থেকে শাখাটির কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এর প্রেক্ষিতে লেনদেন বন্ধ রয়েছে। তিনি গ্রাহকদের অন্য শাখায় লেনদেন করতে অনুরোধ করেছেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির জানান, ইসলামী ব্যাংক মহাস্থান শাখার ২-৩ জন কর্মকর্তার করোনা উপসর্গ দেখা দেয়। এরপরও তারা অফিস করছিলেন। বিষয়টি জানতে পেরে শাখার ৩০ কর্মকর্তা-কর্মচারীকে নমুনা পরীক্ষা করতে বলা হয়। ফলাফলে ১৫ কর্মকর্তার করোনাভাইরাস ধরা পড়ে। এর প্রেক্ষিতে সোমবার বিকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। আক্রান্তরা সুস্থ হলে শাখার কার্যক্রম চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।