বগুড়ায় আরও ৮৮ জনের করোনা পজিটিভ

বগুড়ায় সাংবাদিক, চিকিৎসক ও পুলিশসহ আরও ৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট এক হাজার ২৭৪ জন করোনা পজিটিভ হলেন।

শনিবার রাতে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দেন।

সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪০ জনের করোনা পজিটিভ আসে।

এ ছাড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে প্রথম দফায় ৫০ জনের মধ্যে ২৭ জন দ্বিতীয় দফায় আরও ২১ জন করোনা পজিটিভ হন। এ নিয়ে জেলায় ৮৮ জন করোনা আক্রান্ত হলেন। ১ এপ্রিল থেকে সর্বমোট আক্রান্ত হন এক হাজার ২৭৪ জন।

ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়ায় এ পর্যন্ত আট সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন করে করোনা আক্রান্তদের নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হবে। কারও অবস্থা খারাপ হলে তাকে মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে ভর্তি করা হবে।

 

সুত্রঃ যুগান্তর