বইটা পড়তে পড়তে মনে হইছে একটা চলচ্চিত্র বানালে কেমন হয়?

“রক্তে আঁকা ভোর” এই সময়ে রচিত না হয়ে, মানে আওয়ামী লীগ সরকারের আমলে রচিত না হয়ে অন্য আমলে হইলে বেশি ভালো হইতো মনে হয়।

কোনো শিল্প কোন সময়ে রচিত হচ্ছে এটা বোধ হয় কখনো কখনো মাথায় কাজ করে কিছুটা। মানে বর্তমান কালে তো করেই। হয়তো একশো বছর পরে এটা ম্যাটার করবে না। আনিসুল হক গত বেশ কিছু বছর আমাদের স্বাধীনতার আগের সময়গুলা নিয়ে উপন্যাস লিখতেছেন। এটা নিয়ে নানারকম বক্তব্য আছে। কাউকে কাউকে দেখেছি সন্দেহ করতে যে, সরকারকে খুশি করতেই কি লেখা হচ্ছে এইসব? এই সন্দেহ বা সংশয় বইগুলা পড়ার সময় মাথায় কাজ করে। এবং সেটা বই পাঠে এক ধরনের বাধা তৈরি করতে পারে।

সেই প্রাথমিক বাধা উতরে যে বইটা সুখপাঠ্য হয়ে উঠলো, আখ্যানটা যে আমাকে আবেগীয়ভাবে যুক্ত করতে পারলো, এটা অবশ্যই রন্ধনের গুণে। বইটা পড়তে পড়তে আমার কখনো কখনো মনেই হইছে, একটা চলচ্চিত্র বানালে কেমন হয়? আমি বর্তমান কাল নিয়াই ছবি করছি সব সময়। কিন্তু মাঝে মধ্যে পিরিয়ড চলচ্চিত্র নির্মাণ করতে ইচ্ছা করে বৈকি!

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন