ফ্লোরিডায় মৌসুমের প্রথম ঝড় ‘আলবার্তো’র আঘাত

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

আটলান্টিকে সৃষ্ট মৌসুমের প্রথম ঝড় ‘আলবার্তো’ ফ্লোরিডায় আঘাত হেনেছে। অঙ্গরাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ৪৫ মাইল।

মার্কিন আবহাওয়াবিদরা জানিয়েছেন, ফ্লোরিডায় আঘাতের পর ঝড়টি দুর্বল হয়ে পড়েছে। ঘণ্টায় ১২ মাইল বেগে এটি উত্তর দিকে সরে যাচ্ছে। একইসঙ্গে বাতাসের গতিবেগ নেমেছে ৩৫ মাইল।

ন্যাশনাল হারিকেন সেন্টার (এএইচসি) থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

 

এদিকে ঝড়ের প্রভাবে প্রচণ্ড বৃষ্টিপাতে ফ্লোরিডার বিভিন্ন এলাকায় এরইমধ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কয়েক হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

আলবার্তো’র পর আটলান্টিকে যেসব ঝড় তৈরি হবে সেগুলো হচ্ছে- বারিল, ক্রিস, ডেব্বি, আরনেস্টো, ফ্লোরেন্স, গর্ডন, হেলেন, আইজ্যাক, জয়েস, ক্রির্ক, লেসলি, মাইকেল, নাদাইন, অস্কার, প্যাটি, রাফায়েল, সারা, টনি, ভ্যালিরি, উইলিয়াম। যার কয়েকটি হবে প্রলয়ঙ্করী।

বাংলানিউজ