ফ্লিপকার্টকে টেক্কা দিতে অ্যামাজনের হিন্দি ওয়েবসাইট!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতে ক্রমবর্ধমান ই-কমার্স খাতের বড় অংশ দখলে রেখেছে ফ্লিপকার্ট।

তবে ভারতের বিশাল এই বাজারে অনেক আগেই চোখ পড়েছে অ্যামাজনের। কিন্তু কোন উপায়ই খুঁজে পাচ্ছে না অ্যামাজন। শেষমেষ ফ্লিপকার্টকে টেক্কা দিতে নিজেদের ওয়েবসাইট আর মোবাইল অ্যাপকে ঢেলে সাজাচ্ছে প্রতিষ্ঠানটি।

এবার ভারতে অ্যামাজন তাদের ওয়েবসাইটকে হিন্দি সংস্করণে এনেছে। এছাড়াও তাদের মোবাইল অ্যাপ সংস্করণেও হিন্দি চালু করেছে অ্যামাজন।

ফ্লিপকার্টসহ এখন পর্যন্ত ভারতের যেসব বড় বড় ই-কমার্স সাইট যেমন স্ন্যাপডিল, পেটিএম মল তাদের ওয়েবসাইটের হিন্দি সংস্করণ আনেনি, সেখানে অ্যামাজন সেটি শুরু করলো।

হিন্দি সংস্করণে আলাদাভাবে গ্রামীণ ও শহুরে অন্তত এক কোটি মানুষের কাছে পৌঁছাতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

অ্যামাজনের ভাইস প্রেসিডেন্ট মণিষ তিওয়ারি বলেন, হিন্দি সংস্করণে ওয়েবসাইট আনা খুবই চ্যালেঞ্জিং। তারপরও আমরা নতুন করে এক কোটি মানুষের কাছে পৌঁছাতে চাই। যারা আমাদের পণ্যগুলো হিন্দিতেই ক্যাটাগরি অনুযায়ী খুবে সহজেই খুঁজে পেতে পারেন।

মর্গান স্ট্যানলির হিসাব অনুযায়ী গত এক দশকে ভারতে ই-কমার্সের বাজার বেড়ে দাঁড়িয়েছে ২০০ বিলিয়ন ডলারে। এই বাজার ধরতে এখন মরিয়া হয়ে উঠেছে অ্যামাজন।

এখনো এর নেতৃত্ব দিচ্ছে ফ্লিপকার্ট। ফ্লিপকার্ট এখন ভারতের ই-কমার্সের যে নেতৃত্ব দিচ্ছে তার মধ্যে অন্যতম অবদান রয়েছে পোশাক বা ফ্যাশন পণ্যের।