এ বছরই চার ক্যামেরার ফোন আনছে স্যামসাং

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একটি বা দুটি নয়, ফোনের পেছনে চারটি ক্যামেরা দেবে স্যামসাং। অন্তত আইস ইউনিভার্সের তাই ধারণা। বরাবরই তারা নির্ভুলভাবে নতুন ফোনের সম্পর্কে তথ্য ফাঁস করে আসছে। ফলে তাই এ তথ্য সত্যি হবার সম্ভাবনাই প্রবল।

আইস ইউনিভার্সের টুইটার অ্যাকাউন্ট থেকে স্যামসাং ক্যামেরা ক্যামেরা ক্যামেরা ক্যামেরা’ লিখে একটি টুইট প্রকাশ করা হয়। সেখান থেকে সবাই ধারণা করেছেন, ফোনে চারটি ক্যামেরা দেবে স্যামসাং।

টুইটে আইস ইউনিভার্সকে প্রশ্ন করা হয়, সামনে ও পেছনে দুটি করে ক্যামেরা বোঝানো হয়েছে কিনা। উত্তরে আইস ইউনিভার্সে জানায়, সবগুলো ক্যামেরাই থাকবে ফোনের পেছনে।

সবচেয়ে আশ্চর্যের বিষয়, ফোনটি এ বছরই উন্মোচন করা হবে বলে জানিয়েছে আইস ইউনিভার্স। স্যামসাং বছরে দুটি ফ্ল্যাগশিপ বাজারে এনে থাকে। এ বছর তাদের ফ্ল্যাগশিপ কোটা শেষ। অতএব নতুন ফিচারটি মাঝারী মূল্যের ফোনে দেখা যেতে পারে। সম্ভাবনা আছে নতুন গ্যালাক্সি এ সিরিজ ফোনে সেটি ব্যবহার করা হবে।

গিজচায়না অবলম্বনে