ফের আফগানিস্তান দলের অধিনায়ক রশিদ খান

নেতৃত্ব দিতে আগ্রহ নেই, দলের জন্য নিজের সেরাটাই উজার করে দিতে চান। মাসকয়েক আগে এক সাক্ষাৎকারে এমনটা বলেছিলেন আফগানিস্তান দলের ঘূর্ণিজাদুকর রশিদ খান। তিনিও এও বলেছিলেন, অধিনায়কত্বকে বেশ ভয় তার, পাছে পারফর্ম্যান্সে ভাটা পড়ে!

কিন্ত সেই রশিদ খানই নিজের কাঁধে দায়িত্ব নিলেন আফগান দলের।

মঙ্গলবার রাতে এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায়, দলটির টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক করা হয়েছে রশিদ খানকে। সহঅধিনায়কত্বের দায়িত্ব বর্তিয়েছে নাজিবউল্লাহ জাদরানের কাঁধে।

অধিনায়কত্ব নিয়ে আফগান ক্রিকেটে ঝামেলা চলছে বেশ বছরখানেক ধরেই। দুই মাস আগে আসগর আফগান থেকে অধিনায়কত্ব কেড়ে নেয় আফগান বোর্ড।  তখন হাশমত উল্লাহ শাহিদিকে দেওয়া হয় টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কত্ব।

তবে ক্রিকেটের ক্ষুদ্রতর সংস্করণ টি-টোয়েন্টির অধিনায়কের নাম জানানো হয়নি।

অবশেষে রশিদ খানের ওপরই কুড়ি ওভার ম্যাচ সামলানোর দায়িত্ব এসে পড়ল।

অবশ্য এ দায়িত্ব নতুন কিছু নয় এ লেগস্পিনারের। এর আগে ২০১৯ সালে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়েই  অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় তাকে। দায়িত্বটাও বেশ নেভান তিনি। তার অধীনে আফগানরা সাতটি টি-টোয়েন্টি খেলে জেতে ৪টিতে। টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারানোর কীর্তিও গড়ে আফগানরা।

এরপর তিন সংস্করণের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় তাকে। আট মাসের মধ্যেই তাকে অধিনায়কত্ব পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

 

সূত্রঃ যুগান্তর