ফেইসবুক স্টোরিজ ব্যবহারকারী ৩০ কোটি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফেইসবুক স্টোরিজে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন ৩০ কোটি।

এখানে ফেইসবুক ও ম্যাসেঞ্জারের স্টোরিজ ব্যবহারকারীর একত্রে মিলিয়ে প্রকাশ করা হয়েছে। তবে দুটি অ্যাপে একই ব্যবহারকারীকে গণনা করা হয়নি। অর্থাৎ কোনো ব্যবহারকারী ফেইসবুক ও ম্যাসেঞ্জারে একই ছবি বা পোস্ট করলে তাকে একজন ব্যবহারকারী হিসেবেই ধরা হয়েছে।

কারণ ম্যাসেঞ্জারে কোনো ছবি পোস্ট করলে তা স্বয়ংক্রিয়ভাবে ফেইসবুকের মূল অ্যাপেও প্রদর্শিত হয়। তবে ব্যবহারকারীরা ফেইসবুকের মাধ্যমে নাকি ম্যাসেঞ্জারে স্টোরিজ ফিচার বেশি ব্যবহার করছেন তা জানানো হয়নি।

আলাদাভাবে দুটি অ্যাপের স্টোরিজ ব্যবহারকারীর সংখ্যা কতো তা জানায়নি ফেইসবুক। তারা জানিয়েছে, ইনস্টাগ্রামের মতো ফেইসবুক স্টোরিজে দেখানো হবে বিজ্ঞাপন।

গত মে মাসে ফেইসবুক জানিয়েছিলো, দুটি প্ল্যাটফর্মে একত্রে ব্যবহারকারীর সংখ্যা ২২ কোটি। গত জুনে জানা যায়, ইনস্টাগ্রাম স্টোরিজের সংক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৪০ কোটি।

ফেইসবুকের স্টোরিজ ফিচারটি ধার করা স্ন্যাপচ্যাটের কাছ থেকে। গত মাসে স্ন্যাপচ্যাটের ব্যবহারকারীর সংখ্যা ছিলো ১৮ কোটি ৮০ লাখ।

দ্য ভার্জ অবলম্বনে