ফিলিস্তিনসহ প্রতিবেশী দেশগুলোতে ৫৫০০ বোমা হামলা ইসরাইলের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফিলিস্তিনসহ প্রতিবেশী আরব দেশগুলোতে গত পাঁচ বছরে সাড়ে ৫ হাজার বার বোমা হামলা করেছে ইহুদিবাদী দেশ ইসরাইল।

ইসরাইলি বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমিকাম নরকিনের নেতৃত্বে এসব হামলা চালানো হয়েছে। খবর আরব নিউজের।

২০১৭ সাল থেকে ইসরাইলি যুদ্ধবিমানগুলো ১ হাজার ২০০ অবস্থানে এসব হামলা চালিয়েছে।

৪০৮টি অপারেশনে সাড়ে ৫ হাজার বোমা হামলা চালিয়েছে ইসরাইলের যুদ্ধবিমানগুলো।

এর মধ্যে ফিলিস্তিনের গাজায় সবচেয়ে নৃশংস হামলা চালিয়েছে ২০২১ সালে। এসব হামলায় নারী ও শিশুসহ আড়াইশ ফিলিস্তিনি বেসামরিক নিহত হন।

এছাড়া সিরিয়া এবং লেবাননেও হরহামেশা বিনা উসকানিতে হামলা চালিয়ে আসছে ইসরাইল। সূত্র যুগান্তর