ফাইনালে বাংলাদেশের বিপক্ষে সম্ভাব্য উইন্ডিজ একাদশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মাঠে নামছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। দুদলেরই মূল লক্ষ্য শিরোপা জয়। সেই লক্ষ্য নিয়ে শুক্রবার বিকাল পৌনে ৪টায় ডাবলিনের মালাহাইডে মুখোমুখি হবে ক্যারিবীয়-টাইগাররা।

বাংলাদেশ এখন পর্যন্ত কোনো ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিততে পারেনি। এ নিয়ে সপ্তমবারের মতো এমন টুর্নামেন্টের ফাইনাল খেলতে যাচ্ছেন মাশরাফিরা। এবার সেই আক্ষেপ ঘোচাতে চান তারা। সেই লক্ষ্য নিয়েই মাঠে নামছেন টাইগাররা।

তবে স্বপ্নপূরণ যে সহজ হবে না- তা বলা বাহুল্য। আগের দুই ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে উইন্ডিজ। ফাইনালে জিতে প্রতিশোধ নিতে চান ক্যারিবিয়ানরা। মূল মঞ্চে জিততে মরিয়া তারা।

সেই লক্ষ্যে মাঠে নামবে হোল্ডার বাহিনী। একাদশটাও হতে পারে সে রকম। পুরো সিরিজে দারুণ ফর্মে রয়েছেন শাই হোপ। ফাইনালে দলকে জেতাতে ভালো কিছু করতে চান তিনি। তার সঙ্গী হিসেবে দেখা যেতে পারে সুনিল অ্যামব্রিসকে।

ওয়ানডাউনে দেখা যাবে ড্যারেন ব্রাভোকে। মিডলঅর্ডার সামলাতে পারেন রোস্টন চেজ, জোনাথন কার্টার ও অধিনায়ক হোল্ডার। একাদশে ফিরতে পারেন শ্যানন গ্যাব্রিয়েল।

এ সিরিজে বল হাতে সাফল্যের দেখা পাননি কেমার রোচ। তবু ফাইনালে তার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় উইন্ডিজ টিম ম্যানেজমেন্ট। পেস আক্রমণে এ অভিজ্ঞ পেসারের সঙ্গে থাকতে পারেন শেল্ডন কটরেল। স্পিন আক্রমণে যথারীতি নেতৃত্ব দেবেন অ্যাশলে নার্স। তাকে সহযোগিতা করবেন ফ্যাবিয়ান অ্যালেন।

উইন্ডিজ সম্ভাব্য একাদশ

শাই হোপ, সুনিল অ্যামব্রিস, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথান কার্টার, জেসন হোল্ডার, ফাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেল্ডন কটরেল ও শ্যানন গ্যাব্রিয়েল।