ফরিদপুরে ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, দুজনের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফরিদপুরের চার উপজেলার ১৬টি ইউনিয়নে বন্যার পানি প্রবেশ করেছে। চরভদ্রাসনে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পরিস্থিতির অবনতি হয়েছে। পানির তোড়ে ভেসে গেছে অসংখ্য পাটজাগসহ ব্যবহার্য আসবাব।

৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সদর, চরভদ্রাসন, ভাঙ্গা ও সদরপুর উপজেলার প্রায় এক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা সিদ্দিকা জানান, উপজেলায় বন্যার পানিতে পড়ে এক বৃদ্ধ ও এক শিশু মারা গেছে। তাদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হয়েছে।

জেলা প্রশাসক সরদার সরাফত আলী জানান, সোমবার পর্যন্ত ২ হাজার ৭৭৫ পরিবারকে চাল, ডাল, আলু, তেল ও মোমবাতি প্রদান করা হয়েছে। আগামী কয়েক দিন প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের  ত্রাণ সরবরাহ করা হবে।

সূত্র: রাইজিংবিডি