কুবির ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় মামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় মামলা হয়েছে।

সোমবার রাতে সদর দক্ষিণ মডেল থানায় কুবির নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মজুমদার বাদী হয়ে অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ।

শোকাবহ আগস্টের প্রথম প্রহরে কুবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলে জাতির জনকের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বালনের সময় কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ছাত্রলীগের প্রাক্তন সভাপতি ইলিয়াস হোসেন সবুজ গ্রুপের সঙ্গে কুবি ছাত্রলীগের সভাপতি আলিফ গ্রুপের কর্মীদের সংঘর্ষ হয়।

দুই পক্ষের গোলাগুলিতে ইলিয়াস সবুজ গ্রুপের মো. খালিদ সাইফুল্লাহ গুরুতর আহত হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুবির উপাচার্য অধ্যাপক ড. আলী আশরাফের সভাপতিত্বে ৬২তম জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

সূত্র:রাইজিংবিডি