বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২০ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

প্রেম করে বিয়ে, স্বামীর বটির কোপে জীবন গেল নিতুর!

Paris
নভেম্বর ১৯, ২০২০ ১২:২৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কোহিনুর খানম নিতু (৩০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মাদকাসক্ত স্বামী মো. জুয়েল মিয়া (৩২) যৌতুকের দাবিতে এ হত্যাকাণ্ড ঘটায় বলে পরিবারের অভিযোগ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার চরচারতলা এলাকার আনু সর্দারের বাড়ির পাশের আলগা বাড়ির মো. আবু চান মিয়ার ঘর থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কোহিনুর একই এলাকার আবুল হোসেন মিয়ার মেয়ে।

ঘটনার পর থেকে নিহতের ঘাতক স্বামী জুয়েল পলাতক রয়েছে। এই ঘটনায় জুয়েলের পরিবারের পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, জুয়েলের বাবা আবু চান মিয়া (৬৮), মা রহিমা বেগম (৫৫), বড় ভাইয়ের স্ত্রী তানিয়া বেগম (২৯), ছোটভাই কামরুল ইসলাম (২৮) ও কামরুলের স্ত্রী আর্জিনা বেগম (২৪)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে আদালতে গিয়ে বিয়ে করেন কোহিনূর এবং জুয়েল। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। ব্যবসা প্রতিষ্ঠানে নতুন করে বিনিয়োগ করার জন্য দুমাস আগে কোহিনুরের কাছে দুই লাখ টাকা চায় জুয়েল। তবে কোহিনূর টাকা দিতে অপারগতা জানায়। বুধবার গভীর রাতে জুয়েল বটি দা দিয়ে কোহিনুরকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে কম্বল দিয়ে লাশ ঢেকে রেখে পালিয়ে যায়। রাতেই পরিবারের লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়।

কোহিনূরের বাবা মো. আবুল হোসেন জানান, বুধবার রাতেও তার সাথে কোহিনূরের দেখা হয়। তবে সে সময়ে কোনো সমস্যার কথা জানায়নি। তিনি তার মেয়ে হত্যাকারীর বিচার চান।

আশুগঞ্জ থানার এস.আই শ্রীবাস চন্দ্র বিশ্বাস জানান, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের পাশ থেকে একটি রক্তমাখা বটি দা উদ্ধার করা হয়।

 

সূত্র: কালেরকন্ঠ

সর্বশেষ - জাতীয়