প্রিয়জনের সাথে কাটানো সময় জানাবে স্মার্টওয়াচ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রিয়জনের সাথে কাটানো সময় দ্রুতই ফুরিয়ে যায়। অনেক ক্ষেত্রে এই সময় নিয়ে স্বল্প মনোমালিন্যের ঘটনাও ঘটে থাকে। তবে এবার থেকে আর সেই ঝামেলা পোহাতে হবে না। প্রিয়জনের সাথে কতোটা সময় কাটালেন তা জানিয়ে দেবে পরে থাকা স্মার্টওয়াচ।

শুধু প্রেমিক কিংবা প্রেমিকার নয়, স্ত্রী, পিতা-মাতা, সন্তানদের সাথে কাটানো সময়েরও হিসাব দেবে স্মার্টওয়াচটি। টোকিওভিত্তিক কোম্পানি ভেল্ডট স্মার্টওয়াচটি তৈরি করেছে। সরকারের একটি প্রোগ্রামের আওতায় এই স্মার্টওয়াচটি তৈরি করা হয়েছে।

 

তত্তোরি ওয়েস্ট ফ্যামিলি টাইম ওয়াচ নামের এই স্মার্টওয়াচে টাইম ট্রাকিং ফিচারের পাশাপাশি সচরাচর থাকা ফিচারও রয়েছে। ব্যবহারকারীরা স্মার্টওয়াচটিতেই তার ইমেইল ও সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন, স্টেপ ও স্লিপ ট্রাকিং দেখতে পাবেন। অন্যদিক থেকে সাধারণ ঘড়ির মতোই দেখতে এই স্মার্টওয়াচ।

সূত্র : টেকশহর