এমডব্লিউসিতে নকিয়া দেবে নতুন ফোনের ঘোষণা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিশ্বের সবচেয়ে বড় মোবাইল ডিভাইস প্রদর্শনী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস বা এমডব্লিউসিতে নকিয়া বেশকিছু ফোনের ঘোষণা দেবে।

এসব ফোনগুলোর মধ্যে তাদের পুরাতন মডেলের বেশকিছু ফোনও থাকবে বলে নিশ্চিত করেছে ফিনিশ প্রতিষ্ঠানটি। ফিনিশ প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল জানাচ্ছে, তারা এবারের এমডব্লিউসিতে নতুন কিছু মডেলের পাশাপাশি নকিয়ার জনপ্রিয় কিছু ব্র্যান্ডের মোবাইল আবার উৎপাদন করবে।

তবে এটাকে তারা এখনো কোনো অফিসিয়াল তথ্য বলছে না।

 

ভেঞ্চার বিটের তথ্যমতে, এইচএমডি এবার তিনটি সম্পূর্ণ নতুন হ্যান্ডসেটের ঘোষণা দেবে। যার মধ্যে রয়েছে দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং একটি ফিচার ফোন। ঘোষণা দিতে যাওয়া ওই স্মার্টফোন দুটির নাম হতে পারে নকিয়া ৫ এবং নকিয়া ৩

নকিয়া ৫ এর ফিচারে থাকতে পারে পাঁচ দশমিক দুই ইঞ্চির ডিসপ্লে। যার রেজুলেশন হবে ৭২০ পিক্সেল। এছাড়াও থাকতে পারে দুই জিবি র‍্যাম, ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। আর দাম হতে পারে ২০০ ডলারের মতো।

আর নকিয়া ৩ এর দাম হতে পারে দেড়শো ডলারের মধ্যে। তবে এই মডেলের কোনো ফিচার সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

এছাড়াও নকিয়ার গ্রাহকদের আবারও চমক দিতে পুরাতন কিছু মডেলের ফোন আবার আনছে প্রতিষ্ঠানটি। তবে এবার সেই ফোনগুলোর কিছুটা উন্নত সংস্করণে পাওয়া যাবে।

ইতোমধ্যে নকিয়া ঘোষণা দিয়েছে তারার ৩৩১০ মডেলের ফোনটি আবার উৎপাদন করবে। তবে এটার ফিচার আগের চেয়ে আরও উন্নত হবে।

২০০০ সালে উন্মোচিত নকিয়া ৩৩১০ সব মিলিয়ে ১০০ মিলিয়ন ইউনিটের মতো বিক্রি হয়েছে। যা একই মডেলের ফোন বিক্রির একটা রেকর্ডও। মূলত দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের জন্য ফোনগুলো এতোটা জনপ্রিয় হয়েছিল।

২৬ ফেব্রুয়ারি স্পেনের রাজধানী বার্সেলোনায় বসছে ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসের আসর। সেখানেই এসব ঘোষণা দেবে নকিয়া।

সূত্র : টেকশহর