প্রান্তিক জনগোষ্ঠীর আইনে প্রবেশাধিকার শীর্ষক সভা

নিজস্ব প্রতিবেদক: ‘প্রান্তিক জনগোষ্ঠীর আইনে প্রবেশাধিকার নিশ্চিত করণে ব্রতীর অভিজ্ঞতা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার স্বেচ্ছাসেবী সংস্থা ব্রতীর আয়োজনে ইউকে এইড এর অর্থায়নে কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস প্রোগামের সহায়তায় কুকিজার চাইনিজ রেস্টুরেন্ট এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্রতীর আইনি সেবা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শশাঙ্ক বরণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাসস রাজশাহীর সিনিয়র রিপোর্টার মো. আইনুল হক, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি মো. মামুন-অর-রশিদ প্রমুখ।

সভায় আলোচনাকালে সাংবাদিকবৃন্দ ব্রতী’ আইনি সেবা প্রদান কার্যক্রমের প্রশংসা করেন। তারা এ কার্যক্রমের ফলে অর্জিত সফলতার তথ্য সরবরাহের অনুরোধ করেন।

এছাড়া তৃণমূল পর্যায়ের, বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীর আইনি সেবা না পাওয়ার ঘটনাসমূহ তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকে জানানোর বিষয়ে জোর দেন। আদিবাসীদের ভূমি ও মার্যাদা রক্ষায় গণমাধ্যমের সক্রিয়তার বিষয়ে সকলে একমত পোষণ করেন।

ব্রতীর পক্ষে উপস্থিত ছিলেন, রিজিওনাল অ্যান্ড লিগ্যাল অ্যাডভোকেসী কোঅর্ডিনেটর মো. আশিক ইকবাল ট্রেনিং অ্যান্ড কমিউনিকেশন কোঅর্ডিনেটর রাজেন্দ্র কুমার দাস, লিগ্যাল অফিসার মিনা আফরোজ, প্রোগ্রাম অফিসার পলাশ সরকার।

 

স/আ