প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক করোনা আক্রান্ত

করোনায় আক্রান্ত হয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মো. ফসিউল্লাহ। বর্তমানে নিজ বাসায় তিনি চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন।

তিনি জানান, অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ করোনা পজিটিভ হয়ে বাসায় চিকিৎসাধীন রয়েছেন। আমরা তার আশু সুস্থতা কামনা করছি।

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের করোনা বিষয়ক সর্বশেষ তথ্যে জানা গেছে, এ পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদফতরের ৬৫৮ কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ১৬ জন। আক্রান্তদের মধ্যে শিক্ষক ৫০৪, কর্মকর্তা ৮৪, কর্মচারী ৪৮ এবং ২২ শিক্ষার্থী রয়েছেন।

তবে এ সংখ্যা আরও বেশি বলে দাবি করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতারা। তারা বলছেন, অনেকে সামাজিক কারণে করোনা উপসর্গ দেখা দিলেও চিকিৎসকের কাছে যাচ্ছেন না। তাই প্রকৃত সংখ্যা নির্ধারণ কঠিন হচ্ছে।