‘প্রাক্তনকে ক্ষমা করার দিন’ আজ

আজ ১৭ অক্টোবর, প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার দিন। অনেককেই পালন করছেন বিচিত্র এই দিবসটি। যদিও দিবসটির আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি নেই।

তারপরও দিবসটি উদযাপনে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেককে পোস্ট দিতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে মজার মজার মিম দিয়ে।

প্রেমের সম্পর্ক নানা কারণেই ভেঙে যায়। কিন্তু অনেকেরই প্রাক্তনের প্রতি রাগ, ক্ষোভ, অভিমান অথবা প্রতিহিংসা রয়ে যায়। এই অভিযোগ ও ঘৃণাকে মুছে ফেলে দেয়ার জন্য এ দিবসের আবির্ভাব। যদিও এর আগে এত ঘটা করে দিবসটির কথা শোনা যায়নি। যতদূর জানা গেছে, দিবসটি ইন্টারনেট থেকে সৃষ্টি। ২০১৮ সালে যাত্রা শুরু হয় ‘ইন্টারন্যালনাল ফরগিভ অ্যান এক্স ডে’ নামক বিচিত্র এই দিবসটির।