প্রশ্ন ফাঁসের ঘটনায় রাজশাহীতে প্রথম রায়

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলার চারঘাটে প্রশ্ন ফাঁসের ঘটনায় দায়েরকৃত মামলায় এক আসামিকে ৫ বছরের স্বশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক সাইফুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে আদালত আসামিকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদ- দিয়েছেন। পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অপরাধে দেশের মধ্যে প্রথম এ রায় ঘোষণা করা হলো।

রায়ে দণ্ডপ্রাপ্ত আসামি হলো চারঘাটের মিলিক গওড়া গ্রামের আলম উদ্দিনের ছেলে আলমাস উদ্দিন (৩০)। রায় ঘোষনার সময় আসামি কাঠগোড়ায় উপস্থিত ছিল।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালেন ৫মে অনুষ্ঠিত এইচএসসির বাণিজ্য বিভাগের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের হাতে লিখা প্রশ্ন ফটোকপি করার সময় আসামি আলমাসকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পরের দিন ৬ মে চারঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল আদালত রায় ঘোষণা করেন।

আদালত সূত্র আরো জানায়, পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের দায়ে সারা দেশের মধ্যে এটাই প্রথম রায় ঘোষণা করা হলো।

স/আর