প্রধান নির্বাচন কমিশনারের অপসারণ চেয়ে আদালতে ইমরানের দল

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

ইমরান খানের দল তেহরিকই-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই) ‘নিষিদ্ধ বিদেশি তহবিল নিয়েছে’ নির্বাচন কমিশনের এমন ঘোষণার পরের দিনই সুপ্রিম কোর্টে গেছে দলটি। এবার পিটিআই সুপ্রিমি জুডিশিয়াল কাউন্সিলের কাছে প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার অপসারণ চেয়ে আবেদন জানিয়েছে।

পিটিআইর অভিযোগ, একের পর এক ভুল সিদ্ধান্ত দিয়ে যাচ্ছেন সিকান্দার রাজা। তার বিরুদ্ধে শপথ ভঙ্গ করে বিশেষ দলের হয়ে কাজ করার অভিযোগও এনেছে পিটিআই।

ওই আবেদনে বলা হয়েছে, ‘প্রধান নির্বাচন কমিশনকে এই দায়িত্বশীল ও সাংবিধানিক পদ থেকে নিশ্চিতভাবে সরিয়ে দিতে হবে।’

পিটিআই নিষিদ্ধ বিদেশি অনুদান গ্রহণ করেছে মঙ্গলবার নির্বাচন কমিশন রায় দেওয়ার পর আমুন তারাক্কি পার্টির চেয়ারম্যান ফাইক শাহ ইমরান খানকে অযোগ্য ঘোষণা করার আবেদন করেন।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এন নেতা নওয়াজ শরিফ বলেছেন, তিনি চান সরকার ইমরানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন