প্রধানমন্ত্রী পদক পেলেন রেহানা শিকদার

সাহসিকতা ও সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী পদক পেলেন কিশোরগঞ্জের ভৈরবের আনছার ও ভিডিপি প্রশিক্ষিকা রেহানা শিকদার। বৃহস্পতিবার বাংলাদেশ আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গাজীপুরের সফিপুর মাঠে আয়োজিত ৪২তম জাতীয় সমাবেশ অনুষ্ঠানে তিনি এ পুরস্কার গ্রহাণ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল প্রধানমন্ত্রীর পক্ষে এ পুরস্কার রেহেনা শিকদারের হাতে তুলে দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এদিন অনুষ্ঠানে যুক্ত হয়ে ভাষণ দেন। রেহেনা শিকদার বর্তমানে ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগর উপজেলায় উপজেলা আনছার ও ভিডিপি প্রশিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।  তার বাড়ি ভৈররের কমলপুর গ্রামে।

২০১৬ সালে রেহানা শিকদার কুর্মিটোলা বিমান বন্দরে কর্মরত থাকাকালীন বিমান বন্দরে গ্যাসের চুলায় আগুন লাগে। এদিন তিনি সাহসিকতার সঙ্গে জীবন বাজি রেখে আগুন নেভাতে সক্ষম হন। এছাড়া তিনি বিভিন্ন কাজে সেবা প্রদান করেন। তাই সাহসিকতা ও সেবায় অবদান রাখায় তাকে এই পুরস্কার প্রদান করা হয়।

 

সূত্রঃ যুগান্তর