মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি ২০১৮ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

প্রধানমন্ত্রীর সমাবেশকে সফল করতে পুঠিয়ায় প্রস্তুতিমূলক সভা

Paris
ফেব্রুয়ারি ১৩, ২০১৮ ৭:৪১ অপরাহ্ণ

পুঠিয়া প্রতিনিধি:

আগামী ২২ শে ফেব্রুয়ারী রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ কে সফল করতে এবং জনসভাকে জনসমুদ্রে পরিনত করতে পুঠিয়ায় প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
আজ (১৩ ফেব্রুয়ারী) মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলার ঝলমলিয়া হাট সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন পুঠিয়া পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক।
 
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনে প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন রাজশাহী জেলা আ’লীগের সহ-সভাপতি ও জিউপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুস্তম আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন রাজশাহী জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবুল ফজল, পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম স্বপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র কামাল হোসেন, জেলা যুবলীগের স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাফর ইকবাল, আ’লীগ নেতা আইয়ুব রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুর রহমান মিঠু, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি তুহিনুজ্জামান তুহিন প্রমুখ।
 
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, পুঠিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহিন আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক শরিফুল ইসলাম, বেলপুকুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ, বানেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুক্তার হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
 
সভায় উপস্থিত সকলে রাজশাহী জেলা আ’লীগের সহ-সভাপতি রুস্তম আলীর নেতৃত্বে পুঠিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে ১৫ হাজারের অধিক কর্মী সমর্থক নিয়ে আগামী ২২ তারিখ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে প্রধানমন্ত্রীর জনসভায় যোগদানের প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। এছাড়াও প্রতিটি ইউনিয়নে ও উপজেলায় ছাত্রলীগের নেতাকর্মীদের প্রচার মিছিল করার আহবান জানানো হয়।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর