প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

নিউজিল্যান্ডের বিপক্ষে অতীতে ওয়ানডেতে জয় পেলেও টি-টোয়েন্টিতে টাইগারদের জয় ছিল অধরা।

কিউইদের বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে জয় না পাওয়ার সেই আক্ষেপ দীর্ঘদিন পর বুধবার ঘুচাল টাইগাররা।

এ দিন মিরপুর শেরেবাংলায় নিউজিল্যান্ডকে সর্বনিম্ন ৬০ রানে গুঁড়িয়ে দিয়ে ৭ উইকেটের দাপুটে জয় পায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় দুর্দান্ত এ জয়ের পর বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, এটা একটা ভালো অনুভূতি। এর আগে তাদের বিপক্ষে কয়েকটি ম্যাচে আমরা হেরেছি। আজ আমরা জয় পেয়েছি, আমাদের এখন টার্গেট এই জয়ের ধারা অব্যাহত রাখা।

রিয়াদ আরও বলেন, কিউইদের বিপক্ষে এ জয়ে সবচেয়ে বেশি অবদান রেখেছেন আমাদের বোলাররা। তাদের দক্ষতায় এমন একটি শক্তিশালী দলকে এত কম রানে আটকে রাখা সম্ভব হয়েছে।

 

সূত্রঃ যুগান্তর