ম্যাচ সেরার পুরস্কার জিতে যা বললেন সাকিব

সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

এ দিন কিউইদের সর্বনিম্ন ৬০ রানের লজ্জা উপহার দিয়ে ৭ উইকেটের দাপুটে জয় পায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি।

মিরপুর শেরেবাংলায় পাঁচ ম্যাচ সিরিজের প্রথম খেলায় বল হাতে মাত্র ১০ রান খরচায় ২ উইকেট শিকার করেন সাকিব। এরপর ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতেন এই অলরাউন্ডার।

খেলা শেষে পুরস্কার মঞ্চে সাকিব বলেন, জয়ে সিরিজ শুরু করতে পেরে খুব ভালো লাগছে। এই ম্যাচের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে আমরা জয়ের দেখা পাইনি। এ জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।

তিনি আরও বলেন, এর আগে গত মাসে আমরা অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারিয়েছি। অসিদের মতো নিউজিল্যান্ডের বিপক্ষেও আমরা ভালো বোলিং করেছি। আমাদের ব্যাটিং আরও ভালো করতে হবে। তবে এমন উইকেটে ব্যাট করা আদৌ সহজ কাজ নয়।

 

সূত্রঃ যুগান্তর