প্রথমবার বইমেলায় কুমার বিশ্বজিৎ

দীর্ঘ চার দশকের সংগীত জীবনে কখনোই বইমেলায় যাননি চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিৎ। ব্যক্তিগত কাজ ও স্টেজ শোয়ের কারণে প্রতি বছরই ফেব্রুয়ারিজুড়ে ব্যস্ত থাকতে হয়েছে।

তবে এবার মনস্থির করেছেন, বইমেলায় যাবেন তিনি। কারণ, এবারের মেলায় তার আত্মজীবনীমূলক বই ‘এবং বিশ্বজিৎ’ প্রকাশ হয়েছে। বইটি লিখেছেন জয় শাহরিয়ার। এ বইতে কুমার বিশ্বজিতের চার দশকের সংগীত জীবনের কথা উঠে এসেছে।

এ প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘বইমেলায় কখনোই আমার যাওয়া হয়ে ওঠেনি। অনেকবার পরিকল্পনা করেও যেতে পারিনি। এবার যেহেতু আমার আত্মজীবনীমূলক বই প্রকাশ হয়েছে এবং অনেকেই বিশেষভাবে অনুরোধও করছেন মেলায় যাওয়ার জন্য, তাই এবার ইচ্ছা আছে একটি নির্দিষ্ট সময়ের জন্য হলেও যাব। জয় শাহরিয়ারকে আন্তরিক ধন্যবাদ, তার কারণেই আমার এ বইটি প্রকাশ পেল।’

এদিকে গেল ভালোবাসা দিবসে কুমার বিশ্বজিতের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘গানছবি এন্টারটেইনমেন্ট’-এ প্রকাশ হয়েছে তার নতুন গান ‘মেঘদূত’। এটির কথা লিখেছেন এবং সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ রাজীব।

 

সূত্রঃ যুগান্তর