আলোচনায় ফারহান-কেয়া পায়েল

বাকপ্রতিবন্ধী মানুষ কতটা সংগ্রাম করে বেঁচে থাকেন সেই গল্পে ভালোবাসা দিবসে নির্মাণ হয়েছে নাটক ‘হৃদ মাঝারে’।মাহমুদ মাহিনের গল্প ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল।

সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়ার পর থেকে নাটকটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। এতে একজন বাকপ্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান।

এ প্রসঙ্গে ফারহান বলেন, এটা ছিল আমার জন্য চ্যালেঞ্জিং বিষয়। প্রায় ৬১ মিনিটের নাটকে একজন বোবার চরিত্রে অভিনয় কঠিন ব্যাপার। যখন আমার হাতে স্ক্রিপ্ট আসে তখনই মনে হয়েছিল চ্যালেঞ্জিং কাজ। এমন চ্যালেঞ্জিং কাজ করার পর কেমন সাড়া পাচ্ছেন? এ প্রশ্নে ফারহান বলেন, এখন পর্যন্ত মানুষ নাটকটা দেখেছেন। সবাই আমার অভিনয়ের প্রশংসা করছেন। অনেক রিভিউ পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে। দেশের বাইরে থেকেও সাড়া পাচ্ছি। এখন মনে হচ্ছে, শুটিংয়ের সময় কষ্টটা সার্থক হয়েছে।

এদিকে এই অভিনেতার আরও কয়েকটি নাটক ভালোবাসা দিবসে প্রকাশ হয়েছে। সেগুলো হলো ‘ডিয়ার ভ্যালেন্টাইন’, ‘মনের সাথী’, ‘তুমি আসবে বলে’। এগুলোও দর্শকের নজর কেড়েছে।

 

সূত্রঃ যুগান্তর