বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

প্রতিপক্ষ ভারত, ম্যাক্সওয়েল-মার্শদের নিয়ে ওয়ানডে দল সাজাল অস্ট্রেলিয়া

Paris
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১২:৫১ অপরাহ্ণ

সিল্কসিটি স্পোর্টস ডেস্ক :
ভারতের মাটিতে টেস্ট সিরিজে ধুঁকছে অস্ট্রেলিয়া। চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরেছে শোচনীয়ভাবে। এখনো দুই টেস্ট বাকি আছে। টেস্ট সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। সেই সিরিজের জন্য বৃহস্পতিবার ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

স্কোয়াডে ফিরেছেন মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল। দুই অলরাউন্ডারই লম্বা সময়ের জন্য দলের বাইরে ছিলেন। অস্ত্রোপচার শেষে পুনর্বাসন প্রক্রিয়ায় পুরোপুরি ফিট হয়ে দলে ফিরেছেন তারা। ১৭ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ১৯ মার্চ ভিজাগে হবে দ্বিতীয় ওয়ানডে। ২২ মার্চ চেন্নাইর চিদাম্বরম স্টেডিয়ামে শেষ ওয়ানডে খেলবে দুদল।

অস্ট্রেলিয়ার ওয়ানডে দল : প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, আলেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ট্রেভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশানে, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, জেই রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

সর্বশেষ - খেলা