পৌর কাউন্সিলর পিটিয়ে হাত ভাংলেন যুবলীগ নেতার

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
পূর্ব বিরোধের জের ধরে নাটোরের নলডাঙ্গায় পিটিয়ে মাসুদ ফৌজদার নামের এক ওয়ার্ড যুবলীগ নেতার হাত ভেঙ্গে দিয়েছে আরেক যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর।

গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার সোনাপাতিল নতুন বাজারে এ ঘটনা ঘটে।

মাসুদ ফৌজদার (৩৮) নলডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওর্য়াড যুবলীগের সভাপতি ও পূর্ব সোনাপাতিল গ্রামের মৃত মংলা ফৌজদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৮টার দিকে যুবলীগ নেতা মাসুদ ফৌজদার এক দোকানে বসে ছিল। এসময় পৌর যুবলীগের সিনিয়ার সহ-সভাপতি ও নলডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওর্য়াড কাউন্সিলর মাহবুর ইসলাম ও তার দুই সহযোগি লাঠিসোটা নিয়ে মাসুদ ফৌজদার এর হামলা চালায়। এসময় বেধড়ক মারপিটের কারণে যুবলীগ নেতা মাসুদ এর বাম হাত ভেঙ্গে যায় এবং শরীরের অন্যন্যা স্থানে গুরুতর জখম হয়। পরে গুরুতর আহত মাসুদ ফৌজদার কে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নলডাঙ্গার বেসরকারী একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে রাতেই নাটোর হাসাপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে কাউন্সিলর মাহবুর ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, তারা আমাকে পরিকল্পিত ভাবে মারার জন্য আক্রমন করার চেষ্টা করছিল। আমি সেটা ঠেকানোর চেষ্টা করেছি মাত্র।

এব্যাপারে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফা কামাল জানান, ঘটনাটি শুনেছি এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

স/অ