বুধবার , ১ নভেম্বর ২০১৭ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পুুঠিয়ায় বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ১১৪ জন

Paris
নভেম্বর ১, ২০১৭ ৭:৩০ অপরাহ্ণ

পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ১১৪ জন পরীক্ষার্থী অনুপস্থিতির মধ্যদিয়ে শেষ হয়েছে বাংলা প্রথম পত্র পরীক্ষা।

বুধবার সারাদেশের ন্যায় পুঠিয়ায় জেএসসি ও জেডিসি পরীক্ষায় পরীক্ষার্থীরা পরীক্ষা শুরুর আধাঘন্টা আগেই কেন্দ্রে উপস্থিত হয়।

এদিকে পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ ও পুঠিয়া পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি।

এসময় কেন্দ্রে উপস্থিত ছিলেন, উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক, পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার পালোপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন প্রমুখ।

উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায়, বুধবার সারা দেশে বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পুঠিয়া উপজেলার ৫ টি কেন্দ্রে মোট ৩ হাজার ৫১০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে এবং ১১৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদের মধ্যে জেএসসি পরীক্ষায় পুঠিয়া পি এন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৩৩১ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১২৯৫ জন পরীক্ষার্থী, বানেশ্বর কেন্দ্রে ১৩৪০ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১৩০৬ জন, পচামাড়িয়া কেন্দ্রে ৪১২ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৪০৫ জন এবং জেডিসি পরীক্ষায় বিড়ালদহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৩২১ জনের মধ্যে উপস্থিত ছিলেন, ৩০১ জন এবং কারিগরি শাখায় ২২০ মধ্যে উপস্থিত ছিলেন, ২০৩ জন পরীক্ষার্থী।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক জানান, ১১৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকলেও সম্পূর্ণ নকল মুক্ত পরিবেশে শান্তিপূর্ণভাবে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর