পুঠিয়ায় শত্রুতার শিকার ১৫০০ মুরগি, ৫ লাখ টাকা ক্ষতি

পুঠিয়া প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় রাতের আধারে দুর্বৃত্তদের দেয়া আগুনে ইসমাইল হোসেনের মুরগির খামার পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার আগেই খামারে থাকা দেড় হাজার মুরগি পুড়ে মারা যায়।রোববার (১৬ অক্টোবর) ভোর রাত সাড়ে ৪টার দিকে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের হাড়োগাথি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

খামারের মালিক ইসমাইল হোসেন ওই গ্রামের মানিক ফকিরের ছেলে।

প্রতিবেশী শামিম হোসেন বলেন, ভোর বেলায় মুরগির খামার থেকে আগুনে পোড়ার গন্ধ পাওয়া যায়। এরপর আশপাশের লোকজন আগুন নেভাতে আসার আগেই ঘরের ভেতরে থাকা মুরগিসহ সবকিছু পুড়ে যায়।

খামার মালিক ইসমাইল বলেন, প্রতিবেশী একজনের জমি লিজ নিয়ে মুরগির খামার তৈরি করা হয়েছে। এরপর এনজিও থেকে ঋণ নিয়ে এক হাজার ১৫০০ মুরগি পালন করছি। শনিবার দিবাগত রাত ২টা পর্যন্ত খামারেই ছিলাম। এরপর মুরগিগুলো দেখে বাড়িতে যাই। ভোরের দিকে প্রতিবেশীরা খবর দেয় খামারে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। এরপর এসে দেখি সব শেষ। একটি মুরগিও জীবিত নেই। ঘর ও মুরগি মিলে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, মুরগির খামারে আগুন ধরিয়ে দেয়ার বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ এলে অব্যশই তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জি/আর