পুঠিয়ায় যুবকের লাঠির আঘাতে আহত বৃদ্ধের মৃত্যু

পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সুমন নামের এক যুবকের লাঠির আঘাতে ৭৫ বছর বয়সের প্রতিবেশি বৃদ্ধ আবদুস সালাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার পর খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন তবে ঘাতক সুমন (২৫) পলাতক রয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় আবদুস সালামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৪ টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল ইসলাম। নিহত আবদুস সালাম (৭৫) ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা এবং ঘাতক সুমন আলীও (২৫) একই গ্রামের বাসিন্দা ইয়াদ আলীর ছেলে। তারা উভয় পরিবার পাশাপাশি বসবাস করে তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো বলে জানিয়েছে এলাকাবাসী । ভালুকগাছি ইউনিয়নের চেয়ারম্যান তাকবীর হাসান জানান, আবদুস সালামের সঙ্গে প্রতিবেশি ইয়াদ আলীর দীর্ঘদিন থেকেই জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিলো। এনিয়ে তাদের মধ্যে মামলা মোকদ্দমাও হয়েছে। ঘটনার দিন সকাল ৬ টার দিকে প্রতিবেশি ইয়াদ আলীর ছেলে সুমনের সাথে নিহত আবদুস সামাদের বাকবিতণ্ডা হয় এরই এক পর্যায়ে ঘাতক সুমন একটি বাঁশের লাঠি দিয়ে নিহত সামাদের মাথায় স্বজোরে আঘাত করে। এতে আবদুস সামাদ গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে এসে তাৎক্ষণিক সালামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪ টার দিকে তিনি মারা যান। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল ইসলাম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাকবিতণ্ডের এক পর্যায়ে লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে বিকেলে তিনি মারা যায়। মরদেহের ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এব্যপারে কাউকে আটক করা যায়নি। তবে গ্রেফতারের চেষ্টা চলছে। এব্যপারে রাত ৮ টা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি বলেও জানান ওসি।

স/অ