পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রবাহী বাস খাদে

পুঠিয়া প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে তুহিন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়েছে। এতে ওই বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেছে। আজ শনিবার সন্ধা সোয়া ৬ টার দিকে উপজেলার বেলপুকুর ইউনিয়নের বিজিবি চেকপোস্ট সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে।

আহতরা হলেন,নাটোরের মৃত আশরাফের ছেলে শাহারুখ, সুমনের মেয়ে সুমনা, রাজশাহী বিশ^বিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের আমিন উদ্দীন, রাজশাহীর ডাশমারি এলাকার হাসানের স্ত্রী রিতা, চারঘাট উপজেলার জেলেকা (৭০), ঝিনাইদহের কুদ্দুসের ছেলে সৈকত, নন্দনগাছির মুনসুর আলীর ছেলে হাসান, চাপাইনবাবগঞ্জের কারিবুলের স্ত্রী সীমা, দুর্গাপুরের মৃত মান্নানের ছেলে গোলাম, সিংড়া উপজেলার ইমরানের মেয়ে ইমা, মতিহারের খোজাপুর এলাকার সাইফুলের ছেলে কামেল এবং রুবেল।

বিষয়টি নিশ্চিত করেছেন, পবা হাইওয়ে পুলিশ শিবপুর ফাড়িঁর ইনচার্জ এসআই হাবিবুর রহমান।  তিনি বলেন, এখন পর্যন্ত নিহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছে, বাসের ভেতরে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছে। আহতদের চিকিৎসা দিতে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে ঘটনস্থলে অতিরিক্ত পুলিশ রয়েছে। বাসটি উদ্ধারের কাজ চলছে।

স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা তুহিন পরিবহন নামের যাত্রীবাহী বাস বেলপুকুর বিজিবি চেকপোস্ট সংলগ্ন স্থানে আসা মাত্র হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শের খাদে পড়ে যায়। এতে ওই বাসের ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়। তবে তৎক্ষনাত আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই হাবিবুর রহমান জানান, বাসটি উদ্ধারকাজ চলছে তাৎক্ষনাত আহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয়দের সহায়তায় আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এপর্যন্ত নিহতের খবর পাওয়া যায়নি। বাসটির দ্রুতগতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়েছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।

স/বি