পুঠিয়ায় ট্রাকচালক তালেব হত্যা মামলার অভিযোগপত্র দাখিল

পুঠিয়ায় আলোচিত ট্রাকচালক আবু তালেবকে পিটিয়ে হত্যা মামলার ৯ মাসের মধ্যে থানা পুলিশ তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছে। মামলায় ১৩ জন অভিযুক্তের আসামির নাম উল্লেখ থাকলেও পুলিশের তদন্তে ২০ জনের নাম উঠে এসেছে। এ ঘটনায় থানা পুলিশ ১০ জন আসামিকে আটক করেছে। বাকি ১০ জন আসামি পলাতক রয়েছেন।

বাদীর অভিযোগ, পুলিশ কতজন আসামি আটক করেছে এবং ঘটনার সঙ্গে কতজন জড়িত, তা আমাদের জানানো হয়নি। আর আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি জানানো হয়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকচালক আবু তালেব হত্যা মামলার অভিযোগ ৬ জুন আদালতে জমা দেওয়া হয়েছে। বাদী মামলার এজাহারে ১৩ জন আসামির নাম উল্লেখ করেছিল। কিন্তু আমাদের তদন্তে এই ঘটনার সঙ্গে মোট ২০ জন ব্যক্তি জড়িত থাকার প্রমাণ পেয়েছি। আর এ ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে ইতোমধ্যে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের পলাতক আসামিদের আটকের চেষ্টা চলছে।- যুগান্তর