পীরগঞ্জে বিষাক্ত স্পিরিটে প্রাণ গেল আ’লীগ নেতাসহ ৬ জনের

রংপুরের পীরগঞ্জে বিষাক্ত রেক্টিফায়েড স্পিরিট পানে আওয়ামী লীগের এক নেতা, ৩ মাদক ব্যবসায়ীসহ ৬ জন মারা গেছেন। আরও ৫ জনের অবস্থা আশংকাজনক।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শানেরহাট ইউনিয়নের শানেরহাট বাজারে আবদুর রাজ্জাক, নওশা মিয়া এবং দুলা মিয়া রেক্টিফায়েড স্পিরিট বিক্রি করত। মাসখানেক আগে খোলাহাটি গ্রামের মাদক ব্যবসায়ী আবদুর রাজ্জাককে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের আগে রাজ্জাক তার রেক্টিফায়েড স্পিরিটের পাত্র মাটিতে পুতে রাখে। ১৯ মে জামিনে এসে রাজ্জাক ঈদের সুযোগে মাটিতে পুতে রাখা রেক্টিফায়েড স্পিরিটগুলো বের করে বিক্রি শুরু করে।

ঈদের ৪ দিন আগে রেক্টিফায়েড স্পিরিট পান করে মেস্টা গ্রামের মাদক ব্যবসায়ী নওশা মিয়া (৫৫) মারা যায়। এরপর ঈদের চাঁদরাত উপলক্ষে রাজ্জাকসহ এলাকার বেশ কয়েকজন শানেরহাটের একটি হোটেলে বসে স্পিরিট পান করে।

এতে ঈদের দিন বেলা ১১টায় শানেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সেলিম মিয়া (৫০), রাত দেড়টায় মাদক ব্যবসায়ী রায়তি সাদুল্লাপুরের দুলা মিয়া (৫২), ঈদের পরদিন সকালে মাদক ব্যবসায়ী মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৪৫), ওইদিন বিকাল ৩টায় ছোট পাহাড়পুরের জাইদুল ইসলাম (৩৫) এবং শানেরহাটের পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার বাজিতপুরের চন্দন কুমার (৩০) একই দিন দুপুরে মারা যায়।

অপরদিকে গ্রেফতার এড়াতে অসুস্থ মাদকসেবী ধল্লাকান্দি গ্রামের আকবর আলী (৪৫), আবদুল খালেক (৫০), ডিশ মতি (৩৫), রবিউল ইসলাম (৩৫), কাজীরপাড়ার খোড়া শাহীন (৪০) গোপনে চিকিৎসা নিচ্ছে বলে এলাকাবাসী জানায়। বুধবার অসুস্থদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। অসুস্থরা কেউ চোখে দেখতে পাচ্ছে না বলে জানা গেছে।

এ ব্যাপারে শানেরহাট ইউনিয়নের পবনপাড়া গ্রামের রফিকুল ইসলাম ঘুঘু বলেন, আমাদের চেয়ারম্যান মাদক-জুয়া বন্ধে ব্যাপক পদক্ষেপ নিয়েছে। ইউনিয়নটি মাদকমুক্ত হলেও শানেরহাটের ৩/৪ জন কোনোভাবেই কথা শোনেনি।

শানেরহাট ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান রেক্টিফায়েড স্পিরিট পানে ৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি মৃতদের একজনের জানাজায় গিয়েছিলাম।

বুধবার রংপুর পুলিশের সার্কেল ডি এর এএসপি আরমান হোসেন পীরগঞ্জ থানার ওসিসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা মাদক ব্যবসায়ী মৃত. রাজ্জাকের স্ত্রী পারভীন বেগম এবং তার জামাতা হাজীপুরের মহসিনকে পুলিশ থানায় আনে।

ওসি সরেস চন্দ্র বলেন, শানেরহাটে ৬ ব্যক্তির মৃত্যুর ঘটনায় ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

এএসপি আরমান হোসেন, বলেন, মাদকের ব্যাপারে রংপুরের পুলিশ জিরো টলারেন্স। বিষয়টি তদন্ত করে দেখছি। দোষীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হবে।