পিতৃবৃক্ষ

-আমিনুল ইসলাম নোবেল
—————-
ধরার পঙ্কে ধরেছিল ফল একদিন
নিজে কেঁদে নিয়ে এসেছিল সুদিন।
এসেছিল এক তরুলতা,
ছড়ায়ে দিয়ে তার লতাপাতা।
ভরিয়ে দিয়েছিল সবুজ বাগানটা
ফুল আর ফল দিয়ে গেছে যতটা
আর কেউ দিতে পেরেছে কি ততটা?
সে যে বঙ্গবন্ধু জাতির পিতা!

ক্ষণে ক্ষণে এসেছিল যত ঝড়
আঁকড়ে ধরে বাঁচিয়েছে দিয়ে তার জড়।
একদিন কে যেন গাছটিকে দেয় উপড়ে
প্রিয় আবাস তাঁর ঝোপঝাড় থেকে।
মোরা কেঁদে ব্যথিত সেই দূর্দিনে
গাছটি হারিয়েছে তবু হারায়নি।
রেখে গেছে তাঁর বীজ-শেকড়খানি।
বীজ-শেকড় থেকে অঙ্কুরেছে আজ
শত নূতন শ্যামল গাছ তরতাজ।